ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বিদেশিদের লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ডিএসইতে বিদেশিদের লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মে মাসে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেছেন প্রায় ৯০০ কোটি টাকা। যা আগের মাসের চেয়ে প্রায় সাড়ে ৩ শতাংশ বেশি।

মঙ্গলবার (০৬ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, মে মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন আগের মাসের চেয়ে ৩ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

গত মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৮৯৬ কোটি ৯৫ লাখ ১ হাজার টাকা।

এর মধ্যে তারা শেয়ার কিনেছেন ৫২৫ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকার এবং শেয়ার বিক্রি করেছেন ৩৭১ কোটি ৬১ লাখ ২ হাজার টাকার।

এর আগের মাস এপ্রিলে বিদেশি ও প্রবাসীদের মোট লেনদেন হয়েছিলো ৮৬৭ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা। এর মধ্যে শেয়ার কিনেছিলেন ৪৬৮ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকার এবং শেয়ার বিক্রি করেছিলেন ৩৯৮ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকার।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।