ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংশোধনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
মূল্য সংশোধনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জুন) পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন কমেছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

দিনভর সূচকের ওঠানামা শেষে রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট।

 

তবে তার আগে টানা তিন কার্যদিবস মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সূচক বেড়েছিলো। এর আগের টানা চার কার্যদিবস দরপতন হয়।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ১৪ কোটি ৪২ লাখ ৮০ হাজার ১০৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৩৯ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১০ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮১ লাখ ১০ হাজার ৪০১ টাকা। এর আগে লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৩৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৫০৪ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ১৯৪ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৭টি, কমেছে ১১৭টি এবং ৩৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।