ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা দুই কার্যদিবস সূচক বৃদ্ধির পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৫ দশমিক ৯২ পয়েন্ট। দেশের অপর  বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা দুই কার্যদিবস (রোব ও সোমবার) পর সূচক পতন হলো।

বাজার সংশ্লিষ্টরা বাজারের এই অবস্থানকে মূল্য সংশোধন বলে মনে করেন।
 
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৩৪ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৬০০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৪৪ কোটি ৭৫ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১১৮৭ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯১৩ কোটি ৩২ লাখ ২ হাজার টাকার। তারও আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৭ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৪২ পয়েন্টে কমে ২ হাজার ১১৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৪ লাখ ১৬ হাজার ১০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৯৯ টাকা। তারো আগের দিন লেনদনে হয়েছিলো ৬৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৬৭৯ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৩১টির এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।