ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জুলাইয়ে ডিএসইর রাজস্ব আদায় ২৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
জুলাইয়ে ডিএসইর রাজস্ব আদায় ২৫ কোটি টাকা

ঢাকা: জুলাই মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ২৫ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮৯০ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  
 
ডিএসই’র তথ্য মতে, নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ব্রোকারেজ হাউজগুলোর র্টানওভার থেকে ডিএসই সরকারকে ২০ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৮৯০ টাকা রাজস্ব দিয়েছে।

এছাড়াও উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে ৪ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৫৮৭ টাকা রাজস্ব আদায় করেছে।
 
এর আগে চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত ডিএসই মোট ৬ মাসে ১৫৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ১৭ টাকা রাজস্ব আদায় করেছে।  
 
এর মধ্যে প্রথম ৬ মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১১৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৬৫ টাকা।  
 
অন্যদিকে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৫২ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।