২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ছয় কোম্পানির মোট ২৪ লাখ ৮০ হাজার ৪৩০ শেয়ার কেনাবেচার মাধ্যমে এ টাকার লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স উইভিং, সোনালী পেপার মিলস লিমিটেড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, নিলয় সিমেন্ট লিমিটেড এবং ওয়ান্ডারলেন্ড ট্রয়স লিমিটেড।
এর আগের বছর ২০১৬-২০১৭ ওটিসি মার্কেটে ৪ লাখ ১ হাজার ৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা টাকার অংকে দাঁড়িয়েছে ১৯ কোটি ৬ লাখ। ১৮টি কোম্পানির বিনিয়োগকারীরা এ টাকা লেনদেন করেছেন।
এর আগের অর্থবছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে ৮ লাখ ৪২ হাজার ৪টি শেয়ারের লেনদেন হয়েছে। যা টাকা অংকে ছিলো ৭ লাখ ৮৭ হাজার।
এদিকে ওটিসি মার্কেটের লেনদেনের পাশাপাশি মার্কেটের সার্বিক উন্নয়নের জন্য একগুচ্ছ প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দিয়েছে দেশের দুই পুঁজিবাজার। বিনিয়োগকারীরা আশা করছেন দ্রুত লেনেদেনের জটিলতা কেটে যাবে। বিনিয়োগকারীরা এ অবস্থা থেকে রেহাই পাবেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এমএফআই/জেডএস