ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলো টানা দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
সূচক কমলো টানা দু’দিন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ আগস্ট) সূচক পতনের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭ দশমিক ৯২ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা দুই কার্যদিবস উভয় বাজারে দরপতন হয়েছে।

তবে তার আগে টানা দুই কার্যদিবস (রোব ও সোমবার) সূচক বেড়েছিলো।  

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৯ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার ১৮২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৬৬ কোটি ১০ লাখ ১১ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ৯৪৪ কোটি ৭৫ লাখ ১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১১৮৭ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯১৩ কোটি ৩২ লাখ ২ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৫৬ পয়েন্টে বেড়ে ২ হাজার ১২১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ০৩ পয়েন্ট কমে ১১ হাজার ৪২ পয়েন্টে অবস্থান করছে।  

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৮৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫ কোটি ২৪ লাখ ১৬ হাজার ১০ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৯৯ টাকা। তারও আগের দিন লেনদনে হয়েছিলো ৬৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৬৭৯ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৪৭টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।