ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

ঈদের আগে নতুন রেকর্ড পুঁজিবাজারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
ঈদের আগে নতুন রেকর্ড পুঁজিবাজারে

ঢাকা: নতুন রেকর্ডের মধ্যে দিয়ে শেষ হলো ঈদুল আজহার আগে পুঁজিবাজারের সর্বশেষ লেনদেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় লেনদেন। এরপর দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের  প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

যা ডিএসইএক্স  সূচকের নতুন রেকর্ড।

ডিএসই’র পাশাপাশি দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক  (সিএসই) বেড়েছে ৪২ পয়েন্ট। সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো। তার আগে গত বুধবার উভয় বাজারে মূল্যসংশোধন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২৭ কোটি ৭১ লাখ ৪৭ হাজার ২৬২টি  সিকিউরিটিজের হাতবদল  হয়েছে। এতে  লেনদেন দাঁড়িয়েছে ৮৫২ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০৪ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯২৪ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩২ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৪৮ পয়েন্ট  বেড়ে  ৬ হাজার  ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস ৩০ মূল্য  সূচক ১২ দশমিক ১৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্ট  এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২ দশমিক ৯৯ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৯পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৬১৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ১৭০টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৮৬২টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৬৮ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।