ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

ঈদের পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
ঈদের পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: ঈদ পরবর্তী নতুন মাস এবং নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৪ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদনে শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩২ পয়েন্ট।

ডিএসই’র পাশাপাশি দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৮১পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে।

তবে কমেছে লেনদেনের পারিমাণ। এর ফলে পুঁজিবাজারে টানা সাত কার্যদিবস সূচক বাড়লো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে ঈদের ছুটির কারণে বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিলো। ফলে লেনদেন কম হয়েছে।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২০ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ২০১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৮৫২ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮০৪ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯২৪ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৬ দশমিক ২৭ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৭৬০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৬১৭ টাকার। তার আগের দিন লেনদেন ৬৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ১৭০টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৮৬২ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।