ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

ইফাদ অটোসের রাইট শেয়ার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
ইফাদ অটোসের রাইট শেয়ার অনুমোদন

ঢাকা: ইফাদ অটোস লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির কমিশনের ৬১২তম সভায় কোম্পানিটির রাইট ইস্যুর অনুমোদন দেওয়া হয়। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।


 
এতে বলা হয়, কোম্পানিটি ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে ৬ কোটি ২১ লাখ ৯২ হাজার  রাইট শেয়ারের মাধ্যমে ১২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা তুলবে। প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি।
 
কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আলফা ক্যাপিটাল লিমিটেড।
 
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই-মার্চ মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। যা আগের বছর ছিলো ৩ টাকা ৬১ পয়সা।

সবশেষ ৩ মাসে (জানুয়ারি’১৭-মার্চ’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিলো ৯৬ পয়সা।  

৩১ মার্চ ২০১৭ পর্যন্ত ইফাদ অটোস লিমিটেডের শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৯৫ পয়সা।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।