ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তিন কার্যদিবস পর সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
তিন কার্যদিবস পর সূচক বাড়লো

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ অক্টোবর) দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেন। এর আগে গত সপ্তাহের বুধ, বৃহস্পতি ও চলতি সপ্তাহের রোববারসহ টানা তিন কার্যদিবস সূচক পতন হয়।  

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতনের পর উত্থান এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৪ কোটি ৮ লাখ ৬১ হাজার ৯৪৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫২ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২০ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯২ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৪৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ০৪ পয়েন্ট কমে ১১ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৮০৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ২১ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।