ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই মাস পর সূচক নামলো ৬ হাজার পয়েন্টের নীচে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
দুই মাস পর সূচক নামলো ৬ হাজার পয়েন্টের নীচে

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩অক্টোবর) বড় দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৯ পয়েন্ট।

এর ফলে প্রায় দুই মাস পর ডিএসইর প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের নীচে নামলো। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট ডিএসইর সূচক ৫ হাজার ৯৭৩ পয়েন্টে অস্থান করে।



এদিন ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০৫ পয়েন্ট। এর ফলে সিএসইতে টানা দুই কার্যদিবস দরপতন হলো। আর ডিএসইতে বৃহস্পতি ও রোববার দুই কার্যদিবস পর সোমবার দরপতন হলো।

ডিএসইর তথ্যমতে, এদিন ডিএসইতে ১৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৭৬১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫২৩ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছে ৫৪৩ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬০০ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৫২৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ১৭৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০৫ দশমিক ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৪১১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৮২ লাখ ৯৯০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৯৮৫ টাকার।

তারও আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৯ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।