ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আনলিমা ইয়ার্নের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আনলিমা ইয়ার্নের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন  ডাইং লিমিটেড।

বুধবার (২৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পরিষদ ৩০ জুন ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পাশের জন্য কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে আগামী ২০ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

বিদায়ী  বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৩ পয়সা।

‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৭ দশমিক ২২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭ দশমিক ০৭ শতাংশ শেয়ার।

বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫,২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।