ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

কুইন সাউথের আইপিও অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
কুইন সাউথের আইপিও অনুমোদন

ঢাকা: কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত হয়। একই সভায় পূবালী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল বন্ড অনুমোদন দেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, কুইন সাউথ টেক্সটাইল পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৪২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ১৬.২০ টাকা। কোম্পানির ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেট ফ্লাটিং রেট বন্ড অনুমোদন দিয়েছে। বন্ডের মেয়াদ ৭ বছর। এ সময়ের মধ্যেই অবসায়ন হবে। আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি ও যেকোনো যোগ্য বিনিয়োগকারী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এর বন্ড কিনতে পারবে।

বন্ডের প্রতি ইউনিটের মূল্য ৫ কোটি টাকা। উত্তোলিত অর্থ দিয়ে টায়ার-২ ক্যাপিটাল বেজ শর্ত পূরণ করবে পূবালী ব্যাংক। বন্ডটির ট্রাস্টি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।