ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বোনাস শেয়ার ছেড়ে ২ হাজার ৮০৭ কোটি টাকা মূলধন বৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বোনাস শেয়ার ছেড়ে ২ হাজার ৮০৭ কোটি টাকা মূলধন বৃদ্ধি

ঢাকা: বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ১৪২টি কোম্পানি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ২ হাজার ৮০৭ কোটি ৬৬ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছে।

তার বিপরীতে কোম্পানিগুলো মোট ২৭৯ কোটি ২৯ লাখ শেয়ার ইস্যু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির গুলো হচ্ছে- ব্যাংকিং খাতের ১৭টি, আর্থিক খাতের ১০টি, প্রকৌশল খাতের ২২টি, খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ৫টি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৫টি, জুট খাতের ১টি, টেক্সটাইল খাতের ২৪টি, ওষুধ ও রসায়ন খাতের ১২টি, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাতের ২টি, সিমেন্ট খাতের ১টি, আইটি খাতের ৪টি, ট্যানারি খাতের ২টি সিরামিক খাতের ৩টি, ইন্সুরেন্স খাতের ২৫টি এবং বিবিধ খাতের ৭টি।

এ কোম্পানিগুলো ২০১৭ সালে ২৭৯ কোটি ২৯ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যেমে বাজার থেকে ২৮০৭ কোটি ৬৬ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছে। এর আগের বছর ২০১৬ সালে ১২৬টি কোম্পানি ২৫০ কোটি ৮০ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২ হাজার ৫০৮ কোটি ৫০ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছিলো।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।