ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

নতুন বছরের প্রথম সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
নতুন বছরের প্রথম সূচক পতন

ঢাকা: নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট।

এর ফলে টানা ছয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর কমলো। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর মাধ্যমে নতুন বছরের প্রথম সূচক পতন দেখলো পুঁজিবাজার।

সংশ্লিষ্টরা বাজারের এ অবস্থাকে মূল্য সংশোধন বলে অভিহত করেছেন। তারা বলছেন, টানা ছয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর সূচক পতন, এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ১৩ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার ৮৫৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫১৮ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬০৬ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ২৯৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৪০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।  

এ বাজারে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৫৪৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৩০০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৫৩১ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।