ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন কমলেও সূচক বেড়েছে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
লেনদেন কমলেও সূচক বেড়েছে 

ঢাকা: মূল্য সংশোধনের একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

দিনভর সূচকের ওঠা-নামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। ১৩ পয়েন্ট সূচক বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। তবে এর আগের দিন বুধবার (২৪ জানুয়ারি) উভয় বাজারে দরপতন হয়েছে।  

তবে তার আগে টানা চার কার্যদিবস বৃহস্পতি, রোব, সোম ও মঙ্গলবার উভয় বাজারে টানা ৪ কার্যদিবস সূচকের উত্থান হয়েছে।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ১০ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৯৯৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪১২ কোটি ৯০ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয় ৪২৪ কোটি ৩২ লাখ ২৮ হাজার টাকা। ডিএসই-এর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।