ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শাহীদ রেজাকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শাহীদ রেজাকে জরিমানা

ঢাকা: ঘোষণা ছাড়াই শেয়ার কেনা-বেচা করায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক একেএম শাহীদ রেজাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহম‍ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য প্রকাশ কর‍া হয়।

এতে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক একেএম শাহীদ রেজা ২০১৪ সালে ১-৪ জুন পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার কেনা-বেচা করেন। যা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। কমিশনের এনফোর্সমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি প্রমাণিত হয়। ফলে পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার কেনা-বেচার কার্যক্রমের কারণে এ উদ্যোক্তা-পরিচালককে জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।