বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান দু’টির অনুষ্ঠিত পর্ষদ সভায় ২০১৭ সালের ব্যবসায় পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি দু’টির মধ্যে ডাচ্-বাংলার পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করেছে আগামী ২৯ মার্চ। রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৪ মার্চ। ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২ দশমিক ২৮ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৬৬ টাকায়।
অপরদিকে ২০১৭ সালে ইউনাইটেড ফাইন্যান্স কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৪ টাকা। এই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৫ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৬ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমএফআই/এসএইচ