ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা সাত কার্যদিবস পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টানা সাত কার্যদিবস পুঁজিবাজারে দরপতন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ ফেব্রুয়ারি) দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯৭ পয়েন্ট।

এদিনও সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা সাত কার্যদিবস দেশের উভয় বাজারে দরপতন হলো।

 

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৭ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৪৩৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২৮৯ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৪ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৫৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৭২৪ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।