ডিএসই’র সবশেষ বোর্ড সভায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসার সব প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের এ কোম্পানিটিকে অনুমোদন দেয় ডিএসইর বোর্ড।
কোম্পানিটিকে ১০ টাকা দরে ১ কোটি ৫০ লাখ শেয়ারের বিনিময়ে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইপিও’র টাকা দিয়ে কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়ারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
এই লক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য কোম্পানিটির আইপিওর লটারি অনুষ্ঠিত হয়। তার আগে ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬,২০১৮
এমএফআই/জেডএস