ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

২০১৭ সালের ২২ জুনের পর ডিএসই সূচক সর্বনিম্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
২০১৭ সালের ২২ জুনের পর ডিএসই সূচক সর্বনিম্ন

ঢাকা: ২০১৭ সালের ২২ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। ওইদিন ডিএসই’র সূচক ছিলো ৫৫৯৯ পয়েন্ট। আর পতনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ মার্চ) সূচক নেমেছে ৫৬২৩ পয়েন্টে।

এদিন ডিএসই সূচক কমেছে ৮১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৭ পয়েন্ট।

এর আগের দিন ডিএসইতে সূচক কমেছে ৬৭ পয়েন্ট এবং সিএসইতে কমেছে ১৫২ পয়েন্ট।

মঙ্গলবার সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো। এতে কেবল ডিএসইতে সূচক কমেছে ২০৪ পয়েন্ট। তবে তার আগের কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।

এদিনে দরপতনের প্রতিবাদে দুপুর পৌনে ২টার দিকে ডিএসই’র সামনে রাস্তায় নেমেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। এসময় তারা দরপতন ঠেকাতে ও বাজারের তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৮ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৩০১ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ২৮২ কোটি ৩১ লাখ ৯৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯৮ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮১ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২১ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮টির, কমেছে ২৯১ এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১০ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১২ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৫৮ টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ১৮৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।