ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অনুমোদিত মূলধন বাড়াবে ব্র্যাক ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
অনুমোদিত মূলধন বাড়াবে ব্র্যাক ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংক ১২০ কোটি টাকার মূলধন থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

একইসঙ্গে কোম্পানিটি সংঘ স্মারকের কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। এই লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে।

আর শেয়ারহোল্ডারদের সম্মতি নিতেই আগামী ২৬ এপ্রিল কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওই দিন সকাল ১০টায় সাভারে ব্র্যাক সিডিএমে এ ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএফআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।