ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
পুঁজিবাজারে আবারো বড় দরপতন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ মার্চ) বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৪১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধনও। এর ফলে চলতি সপ্তাহে টানা দুই কার্যদিবস দরপতন হলো।

তার আগে টানা তিন কার্যদিবস দরপতনের পর গত বৃহস্পতিবার (২২ মার্চ) একদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৮ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৮৮১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২২৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৩৮৮ কোটি ২১ লাখ টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৮ দশমিক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৮ দশমিক ৫৯ পয়েন্ট কমে ২ হাজার ৫৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৬ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪১ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১০ হাজার ২৩৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন ১২কোটি ২৭ লাখ ৩৭হাজার ৬২৩ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

বাংলাদশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।