ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
পুঁজিবাজারে বড় উত্থান

ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের উত্থান শেষে বৃহস্পতিবার (২৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে ১০৮ পয়েন্ট। সিএসইতে বেড়েছে ১৬৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।  

এ সব কারণে বেড়েছে বাজার মূলধনও। এর ফলে চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস দরপতনের পর বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এর আগে টানা তিন কার্যদিবস দরপতনের পর গত সপ্তাহের শেষ কার্যদিবস
বৃহস্পতিবার (২২ মার্চ) উভয় বাজারে উত্থান হয়েছিলো।

বৃহস্পতিবার ব্যাংক বিমাসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ সার্পোটের ফলে বাজারে উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বহস্পতিবার বাজারে ১২ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৩৯৮টি
সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩১১ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০৮ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৬৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। এর আগে লেনদেন হয়েছিলো ১০ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৭০৭ টাকা। তার আগের দিন লেনেদেন হয়েছিলো ১২ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৬২৩ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

বাংলাদশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।