ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

সপ্তাহের প্রথম দিনে সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
সপ্তাহের প্রথম দিনে সূচকের উত্থান

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে ১৪৯ পয়েন্ট। সিএসইতে বেড়েছে ১৬৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও।

এর ফলে গত সপ্তাহে টানা তিন কার্যদিবস দরপতনের পর বৃহস্পতিবার এবং চলতি সপ্তাহের প্রথম দিন রোবাবার (১ এপ্রিল) টানা দুই কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।  

এদিন ব্যাংক ও আর্থিক খাতের সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এই দুই খাতের প্রভাব বাকি খাতের কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। ফলে পুঁজিবাজারে বড় ধরনের উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ১৫ কোটি ২২ লাখ ৭১ হাজার ৭৮২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৮৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩১১ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৪৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৮টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৮৭ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। তার আগে লেনদেন হয়েছিলো ১০ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৭০৭ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।

বাংলাদশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।