ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ এপ্রিল) দেশের পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৮ পয়েন্ট।

ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম শেয়ারের দাম কমায় মঙ্গলবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৩৪৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে।

এতে লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ২২ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪১ কোটি ৮৫ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ১৬৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

অপর বাজার সিএসই’র সার্বিক সূচক ৮৮ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯কোটি ৮৫ লাখ ৯১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬ কোটি ১৬ লাখ টাকার। তার আগের দিনে লেনদেন হয়েছিলো ৩০ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

বাংলাদশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।