ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মে ৮, ২০১৮
পুঁজিবাজারে বড় দরপতন

ঢাকা: থামছেই না পুঁজিবাজারের দরপতন। আগের চার কার্যদিবসের মতো চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ মে) উভয় বাজারে বড় দরপতন হয়েছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৯০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন হলো।

 এদিন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ১৩ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯০ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪১ দশমিক ০৬ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১২ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।   
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯০ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৮ 
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।