সোমবার (২৮ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা যায়, কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা উত্তোলন করবে।
২০১৭ সালের ৩০ জুন কোম্পানির সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনরায় মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯০ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে গড় হারে ২ দশমিক ২০ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমএফআই/এমএ