ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পতন ঠেকালো ওষুধ খাতের শেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ৪, ২০১৮
পতন ঠেকালো ওষুধ খাতের শেয়ার

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ জুন) বড় ধরনের সূচক পতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। এদিন টেলিকমিউনিকেশন খাতের গ্রামীণফোন এবং ওষুধ ও রসায়ন খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট।

আগের দিনের মতোই সূচকের নিন্মমুখী প্রবণতায় ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়। এরপর আইসিবিসহ বড় বড় প্রতিষ্ঠান শেয়ার কিনে মার্কেট সাপোর্ট দেয়।

এর ফলে সূচক বাড়ে বেলা ১১টা পর্যন্ত। তবে ফের শেয়ার বিক্রির চাপে শুরু হয় পতন। যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা ছয় কার্যদিবস দরপতন হলো। তবে তার আগে টানা দুই কার্যদিবস সূচক উত্থান হয়েছিলো। এদিনও ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের।

ডিএসই’র তথ্যমতে, এদিন ৮ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৬৮৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪০২ কোটি ৫ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬১ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ২৬ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র প্রধান সূচক কমলেও এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৩১ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯০১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৬ কোটি ২১ লাখ ৯৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৯০ লাখ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।