সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন থেকে টানা দুই কার্যদিবস দরপতন হলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী বাজেটে সরকারের কাছে বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা ছিলো। কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারের পক্ষ থেকে পুঁজিবাজারের জন্য কোনো কিছু রাখা হয়নি। ফলে বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন। এ কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে।
ডিএসই’র তথ্যমতে, এদিন ৮ কোটি ১৭ লাখ ৯৪ হাজার ৩০৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৪ কোটি ৪১ লাখ ১৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৬ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা।
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৪ দশমিক ২ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৮ দশমিক ১৭ পয়েন্ট কমে এক হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপর বাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ ৩১ হাজার টাকা।
এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ১০,২০১৮
এমএফআই/জেডএস