দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চ্ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, ডিএসইর বোর্ড সরকারি ছুটির বাহিরেও বৃহস্পতিবার থেকে পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ থেকে রোববার (১৭ জুন) পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি বলেন, ঈদের ছুটির পর আবারও সকাল সাড়ে ১০টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হবে। যা রোজার মাসে লেনদেন হয়েছিলো সকাল ১০টা থেকে। শেষ হয়েছিলো দুপুর আড়াইটায়।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমএফআই/এসএইচ