ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

একদিন পর আবারও দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
একদিন পর আবারও দরপতন

ঢাকা: সূচক বৃদ্ধির একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জুন) দেশের পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগে টানা দু’দিন (সোম ও মঙ্গলবার) দরপতনের পর বুধবার উভয় বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সূচক ওঠা-নামার মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের পতনের ধারা।

যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮২ পয়েন্ট।

এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ১৫ কোটি ৯ লাখ ৮১ হাজার ৪৬৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৪২ লাখ তিন হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিকে, সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৩৯ লাখ টাকা। তারও আগের দিন হয়েছিল ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার টাকা।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।