ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না সায়হাম টেক্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না সায়হাম টেক্স

ঢাকা: অস্বাভাবিকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

গত ৯ জুলাই (সোমবার) কোম্পানিটির শেয়ার অস্বাভাবিক হারে দাম বাড়লে তার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কি-না তা জানতে চেয়ে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ জুলাই) কোম্পানি কর্তৃক্ষ জানিয়েছে, তাদের কাছে দাম বৃদ্ধির কোনো কারণ জানা নেই।

ডিএসইর ওয়েসবাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম (১৮ দশমিক ৯০ টাকা থেকে বেড়ে ২৩ দশমিক ১০ টাকায় পৌঁছায়) বাড়ে প্রায় সাড়ে ৪ টাকা। যা শতাংশের হিসাবে ২২ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।