ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: সিটি ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার নন-কনভার্টেবল ফ্লটিং রেইট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫০তম সভায় অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
এতে বলা হয়, কমিশনের ৬৫০তম সভায় সিটি ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার নন-কনভার্টেবল ফ্লটিং রেইট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করছে, যার বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এ বন্ডের বৈশিষ্ট্য হলো- নন কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।
 
এতো আরো বলা হয়, সিটি ব্যাংক লিমিটেড এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ‘টায়ার টু’ শর্ত পতিপালন করবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের ট্রাস্টি, ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।