ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা যায়। কোম্পানিগুলো সর্বশেষ ৫ কার্যদিবসে এক থেকে ৮ টাকা পর্যন্ত শেয়ারের দাম বেড়েছে।
হঠাৎ করে দাম বাড়ার পেছনে কোম্পানিগুলোর কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি-না জানতে চেয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, তাদের কাছে দাম বাড়ার বিষয়ে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসইর নোটিশের জবাবে গত ১১ জুলাই অ্যাডভেন্ট ফার্মা, সাফকো স্পিনিং মিলস এবং সালভো কেমিক্যাল এই কথা জানিয়েছে। আর ১০ জুলাই অর্থাৎ মঙ্গলবার দি পেনিনসুলা চিটাগংও একই কথা জানিয়েছে।
যা বৃহস্পতিবার (১২ জুলাই) ডিএসই-এর ওয়েসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিগুলোর মধ্যে গত ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত অ্যাডভেন্ট ফার্মা লিমেটেড কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৬০ টাকা (৩১ দশমিক ৯০ টাকা থেকে বেড়ে ৪০ দশমিক ৫০ টাকায়। সাফকো স্পিনিং লিমিটেডের শেয়ার দাম গত ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বেড়েছে (১৮ দশমিক ৮০ টাকাথেকে বেড়ে ২০ দশমিক ৪০ টাকায়) এক দশমিক ৬০ টাকা।
আর সালভো কেমিক্যাল লিমিটেডের শেয়ার দাম গত ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত (২৪ দশমিক ৪০ টাকাথেকে বেড়ে ২৯ দশমিক ৬০ টাকায়) বেড়েছে ৫ দশমিক ২০ টাকা।
এছাড়া দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ারের দাম গত ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বেড়েছে (২৩ দশমিক ১০ টাকা থেকে বেড়ে ২৮ দশমিক ৬০ টাকায়) সাড়ে ৫ টাকা।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এমএফআই/এমএ