মঙ্গলবার (১৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৬৫১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সাদ সিকিউরিটিজ গ্রাহককে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার কিনতে নগদ হিসাবে মার্জিন সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এর সাব রুল ১ এবং ২ লঙ্ঘন করেছে। এ জন্য সাদ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ডিএসইর ও সিএসইর সদস্য সালতা ক্যাপিটালের গ্রাহকদের ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে অ্যাডজাস্টমেন্ট সুবিধা দেওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এমএফআই/এসএইচ