ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর

ঢাকা: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ আগস্ট।

গত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ দশমিক ৬২ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫ দশমিক ৭১ টাকা। অর্থাৎ বছর ব্যবধানে কোম্পানিটির ইপিএস ১ দশমিক ৯১ টাকা বা ১২ শতাংশ বেড়েছে। ৩০ জুন ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।