সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন।
ডিএসইর তথ্য মতে, রোববার এ বাজারে ২০ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮১৩টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয় ৮১১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ২ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার।
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৫৩ পয়েন্ট কমে ১০ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার।
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয় ৩৩ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমআই/জেডএস