ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ালো আরো ১০ বছর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ালো আরো ১০ বছর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৬৫৭তম সভায় নতুন করে এই ফান্ডগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, কমিশন আইন ১৯৯৩ এর ধারা ১৬ অনুযায়ী সরকারি নির্দেশনা অনুসারে কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ২০১ এর ক্ষমতা বলে বিদ্যমান তালিকাভুক্ত মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের সমান আরো একটি মেয়াদে বাড়ানো হয়েছে। তবে এক্ষেত্রে শর্তজুড়ে দিয়েছে কমিশন। বিদ্যমান কোনো মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শুরু থেকে সর্বমোট ২০ বছরের বেশি হবে না।

এছাড়া যেসব মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়াতে না চায়, সেগুলো বিধি মোতাবেক রূপান্তর বা অবসায়ন করার সুযোগও অব্যাহত থাকবে।

কমিশন জানিয়েছে, ২০১০ সালের ২৪ জানুয়ারি জারি করা শর্তাবলী বিদ্যমান তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডের জন্য রহিত থাকবে। শর্তে উল্লেখ ছিলো কোনো মেয়াদি ফান্ডের মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না।

কয়েকদিন আগে পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএসইকে একটি চিঠি দেয় অর্থমন্ত্রণালয়। সে অনুযায়ী কমিশন মিউচ্যুয়াল ফান্ডের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।