দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সূত্র মতে, বুধবার (১০ অক্টোবর) কোম্পানির শেয়ার সর্বনিম্ন ২৮ দশমিক ১০ টাকা থেকে ৩৮ টাকায় লেনদেন হয়েছে।
এদিন ২৮ দশমিক ১০ টাকা থেকে ৩৮ টাকায় কোম্পানিটির মোট ৭১ লাখ ৬৪ হাজার ৭৬৩টি শেয়ার ২১ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকায় লেনদেন হয়েছে। শেয়ারগুলো মোট ১২ হাজার ৪২৫ বার হাত বদল হয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করে। এ কোম্পানির শেয়ার পেতে আইপিওতে চাহিদার চেয়ে ২৪ দশমিক ৭৮ গুণ বেশি আবেদন জমা পড়ে। উত্তোলিত টাকা কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওতে ব্যবহার করবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএফআই/এমজেএফ