বৃহস্পতিবার (০১ নভেম্ববর) ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী ‘কমপ্লায়েন্স ইন করপোরেট গভর্নেন্স বাই লিস্টেড কোম্পানিজ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
মাজেদুর রহমান বলেন, বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণের কারণে শেয়ারের বর্ধিত চাহিদা মেটাতে প্রতিবছর নতুন নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেডর পরিচালক(করপোরেট অ্যাফেয়ার্স) ও কোম্পানি সচিব মোহাম্মদ সানাউল্লাহ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)পরিচালক মো. আবুল কালাম সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ হোসনে আরা পারভিন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএফআই/এসএইচ