এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে সূচক নামতে থাকে। তবে দিন শেষে ঊর্ধ্বমুখী ছিলো বাজার।
লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট।
এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ২টির এবং অপরিবর্তত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম। অপরদিকে আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩টির।
ডিএসই’র তথ্যমতে, এ বাজারে ১৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৩৭৭টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১৭ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৬ কেটি ৫৪ লাখ ৭ হাজার টাকার।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ২২১ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ ইনডেক্স ১৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৮ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৭টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৯ লাখ ৫৪ হাজার ১৪৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৫১৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএফআই/জেডএস