ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রাইট শেয়ার ছাড়বে বিডি অটোকার্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
রাইট শেয়ার ছাড়বে বিডি অটোকার্স

ঢাকা: রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে বাংলাদশ অটোকারস লিমিটেড (বিডি অটোকার্স)।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়েছে।  

সভায় কোম্পানিটিকে ১০০ টাকা প্রিমিয়ামসহ ১:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার অনুমতি দেয় শেয়ারহোল্ডাররা।

যা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য শিগিরই এ প্রস্তাব পাঠানো হবে।

বাংলাদশ অটোকারস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদের সভাপতিত্বে সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিনা মমতাজ, স্বাধীন পরিচালক রফিকুল ইসলাম ডাবলু, কোম্পানির সচিব অনুপম কুমার মণ্ডল এবং ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় এজিএম এ চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস এবং তিন শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমএফআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।