ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ঢাকা: ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম কমায় সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ডিসেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট।

তবে বিমা, ওষুধ ও রসায়ন খাতের বেশির ভাগ কোম্পানির দাম বৃদ্ধির পাশাপাশি বস্ত্র এবং প্রকৌশল খাতে মিশ্র প্রবণতায় লেনদেন হওয়ায় এদিন লেনদেন বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করছেন।

পাশাপাশি বছর শেষ হওয়া লেনদেনের গতি একটু কমেছে।
ডিএসইর তথ্যমতে, বুধবার এ বাজারে ১১ কোটি ৪ লাখ ১ হাজার ৩৮৯টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৩ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২১০ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৮৪২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ২ পয়েন্ট কমে ১৬ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৮৫টির এবং ৪২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।