বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন করেন।
কোম্পানি দুটির মধ্যে স্কয়ার টেক্সটাইল লিমিটেডের শেয়ারহোল্ডাররা ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন।
বছর শেষে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা। এদিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৩ পয়সা। যা গত বছর ছিল ৩৯ টাকা ১০ পয়সা।
একই দিন অপর কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ারহোল্ডাররা ৪২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। এর মধ্যে ৩২ দশমকি ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৭২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৪৩ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৮ টাকা ৪১ পয়সা। যা আগের বছর ছিল ৬৬ টাকা ৪৯ পয়সা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএফআই/এমজেএফ