ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল্যসংশোধনে পুঁজিবাজারের সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
মূল্যসংশোধনে পুঁজিবাজারের সপ্তাহ পার

ঢাকা: টানা দু’দিন উত্থানের পর মূল্যসংশোধনের মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইতে সূচক কমেছে ১ পয়েন্ট। পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

একইভাবে লেনদেন হয়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন বাজারটিতে সূচক কমেছে ১৮ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ২২ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার ৪৬৬টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১০ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান নেয়। এছাড়া অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ পয়েন্টে। আরডিএসই-৩০ ইনডেক্স দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক ১৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৭০৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।