শনিবার (০৯ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। রোববার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ কোম্পানির ২ শতাংশ শেয়ার অর্থাৎ ২৫ লাখ শেয়ার ক্রয় করবে এসকে ট্রিমস। প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারগুলো ক্রয়ে ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি মূলত ওষুধ শিল্পের প্যাকেট ও অন্যান্য সরঞ্জাম উৎপাদন করে থাকে। এর কারখানা রাজধানীর অদূর গাজীপুরে অবস্থিত।
অপর কোম্পানি বিইকেএ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের ১.৪৩ শতাংশ শেয়ার অর্থাৎ ১০ লাখ শেয়ার ক্রয় করবে এসকে ট্রিমস। প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারগুলো ক্রয়ে কোম্পানিটি ১ কোটি টাকা বিনিয়োগ করবে। এটি একটি ওভেন পোশাক উৎপাদনকারী কোম্পানি। নারায়ণগঞ্জের আদমজী ইপিজিডে অবস্থিত এটি।
এছাড়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডে এরইমধ্যে ১ কোটি টাকা বিনিয়োগ করেছে এসকে ট্রিমস।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসএমএকে/জেডএস