ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফেব্রুয়ারিতে ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ফেব্রুয়ারিতে ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় কমেছে সোয়া ৯ কোটি টাকা।

সোমবার (১১ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ২৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ৩৬৭ টাকা।

জানুয়ারিতে আদায় হয় ৩২ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৪৪ টাকা।  

অর্থ্যাৎ ফেব্রুয়ারি মাসে রাজস্ব কমেছে ৯ কোটি ৪০ লাখ ১২ হাজার ৭৭৭ টাকা।

দু’খাতের মধ্যে ফেব্রুয়ারি মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে নয় কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৬৫১ টাকা। আলোচিত সময়ে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৭১৬ টাকা।

এর আগে জানুয়ারি মাসে ডিএসই সরকারকে রাজস্ব দিয়েছিল ৩২ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৪৪ টাকা। এর মধ্যে ডিএসইর ব্রোকারেজ হাউজের সদস্য প্রতিষ্ঠানগুলোর লেনদেন থেকে রাজস্ব আদায় করেছিল ২২ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৮৭৪ টাকা। আর উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিলো ১০ কোটি ৩০ লাখ ১১ হাজার ২৭০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।