সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বেলা ১১টা থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
অনশন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি মিজানুর রশীদ চৌধুরীসহ অন্যান্য নেতারা অংশ নিয়েছেন।
সংগঠনটির ১২ দফা দাবির মধ্যে রয়েছে- বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ, প্রতিটি কোম্পানির শেয়ারের অভিহিত মূল্যের নিচে যে শেয়ারগুলো রয়েছে সেগুলোকে বাইব্যাক করা, শেয়ার বাজারে জেড ক্যাটাগরি ও ওটিসি মার্কেট বলে কিছু থাকবে না, বাজারে শেয়ারের কোনো বিভাজন না, দুর্বল কোম্পানির আইপিও প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ করা, ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা এবং প্রতিটি কোম্পানিকে বছরে কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসএমএকে/আরবি/