ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ ৩৫১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি টাকার।
লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো-ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, রূপালী ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, রানার অটোমোবাইলস, সিনোবাংলা এবং ন্যাশনাল টিউবস।
অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।
এদিন এ বাজারে ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮ কোটি টাকার।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসএমএকে/ওএইচ/